ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মানব সম্পদ উন্নয়নের উপর  বিশেষ গুরুত্ব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৬ জুন ২০১৮

২০৪১ সাল পর্যন্ত দেশের ৭০ শতাংশ মানুষ কর্মক্ষম থাকবে। দীর্ঘ এই সময়ের মধ্যে সার্বিক উন্নয়ন অন্য উচ্চতায় নিতে চায় সরকার। তাই বাজেটে মানব সম্পদ উন্নয়নের উপর  বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ’জন্য মানসম্মত ও বাস্তবভিত্তিক শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট বরাদ্দ থাকবে। একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল সরকারের এমন পরিকল্পনার কথা জানান।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি’র জন্য প্রতি বাজেটেই বিশাল অংকের বরাদ্দ রাখা হয়। চলতি অর্থবছরে এক লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকা রাখা হয়েছিলো। পরে সংশোধিত এডিপি এক লাখ ৪১ হাজার কোটি টাকা করা হয়। তবে, বেশ কয়েক বছর ধরেই এডিপির অর্থ পুরোপুরি ব্যবহার হয় না।

আসন্ন বাজেটে এডিপি বাস্তবায়নে বিশেষ দিকনির্দেশনা থাকবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানালেন, ২০৪১ সালের পরও দীর্ঘ সময় দেশের ৬০ শতাংশ মানুষ কর্মক্ষম থাকবে। তাই বিশাল এই জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান মন্ত্রী।

শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের প্রতি গুরুত্বারোপের কথাও জানান তিনি।

একশ’টি বিশেষ অর্থনৈতিক জোন সহ মেঘা প্রকল্প বাস্তবায়িত হলে দেশের চেহারা বদলে যাবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি